আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সিঙ্গাপুর ফেরত এক প্রবাসী হোম কোয়ারেন্টাইন না মানায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকালে ওই প্রবাসীকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা। ওই প্রবাসী উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর গ্রামের বাসিন্দা।
জানা যায়, ওই প্রবাসী গত ৭ মার্চ সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি জনসম্মুখে ঘুরা ফেরা করছিলেন। খবর পেয়ে বুধবার সকালে স্বাস্থ্য বিভাগের একটি টিম ওই বাড়িতে গিয়ে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখতে ব্যর্থ হন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, ‘ওই প্রবাসী কোনও ভাবেই হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হচ্ছিলেন না। পরে তাকে জরিমানা করা হয়েছে। সেই সাথে তাকে একটি ঘরে একাই থাকার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।’