আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সদরে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ১৩ ব্যবসায়ীকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে টাঙ্গাইল সদরের পার্ক বাজারে অভিযান চালিয়ে ১৩জনকে এক লাখ ৬০ হাজার টাকা জরিমান করা হয়। এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার। দন্ড-প্রাপ্তদের মধ্যে নয়জন পিয়াজ ব্যবসায়ী, একজন চাল ব্যবসায়ী ও তিনজন মুরগী ব্যবসায়ী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, ‘জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্য বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ১৩জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। প্রতিনিয়ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।