মতলব উত্তরে মহান স্বাধীনতা দিবস পালন

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): সারাদেশের ন্যায় মতলব উত্তরে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে তোপধ্বনি, মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজসহ স্বল্প আকারে কিছু কর্মসূচী পালন করেছে উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাসির উদ্দিন মৃধা, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহজাহান কামাল’সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএম জহিরুল হায়াত।

এছাড়াও মুক্তিযোদ্ধাবৃন্দ, পৌর মেয়র ও কাউন্সিলনবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে স্বল্প পরিসরে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts