বিডি মেট্রোনিউজ ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপে আজকের বাংলাদেশ-ভারত ম্যাচে মাইক্রোফোন হাতে নেবেন বলিউড তারকা শাহরুখ খান।
কপিল দেব গাভাস্কার এবং শোয়েব আখতারের সঙ্গে আজকের ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন শাহরুখ। ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য আজকের ম্যাচের প্রথমার্ধে মাইক থাকবে শাহরুখের হাতে।
ভারতীয় এই অভিনেতার ক্রিকেটের সঙ্গে সখ্যতা নতুন নয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তার নিজস্ব দল কলকাতা নাইট রাইডার্স বিজয়ী হয়েছে দুবার। কেকেআর এর হয়ে নিয়মিত খেলছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান। নাইট রাইডার্সের ঘরের মাঠ ইডেন গার্ডেন্সকেই নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত।
আর তাই বাংলাদেশের সঙ্গে ম্যাচটি মিস করতে চান না কিং খান।