মানিকগঞ্জে জেলা প্রশাসনের ত্রাণ বিতরন

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ প্রতিনিধি: করোনা পরিস্থিতি মোকাবেলায় মানিকগঞ্জে দু;স্থ ব্যক্তিদের মাঝে খাদ্য সহায়তা দেওয়া শুরু করেছে  জেলা প্রশাসন। আজ (শনিবার) দুপুরে জেলা প্রশাসক এস এম ফেরদৌস তার কার্যালয় চত্ত্বর থেকে ৭০ জনের হাতে চাল, ডাল ও আলু তুলে দিয়ে এই কার্য্যক্রমের উদ্বোধন করেন।

এরপর তিনি মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বর থেকে অনুরুপ খাদ্য সহায়তা তুলে দেন আরো ৩০জনকে। প্রতি ব্যক্তিকে দেওয়া হয় ১০ কেজি চাল, ৫ কেজি আলু এবং ২ কেজি ডাল।

খাদ্যসহায়তা বিতরণকালে জেলা প্রশাসকের সাথে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া খান, অতিরিক্তি জেলা প্রশাসক (সর্বিক) মো. মনিরুাজামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা: নাদিরা আখতার, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আমির হোসেন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আলী রাজিব মাহমুদ মিঠুন, জাগীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন এবং সমাজসেবা কর্মকর্তা লাভলী খানম।

জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দু:স্থ ব্যক্তিদের খুঁজে বের করে তাদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। একটি মানুষও যাতে অনাহারে না থাকে, সেই লক্ষে তারা কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত জেলার জন্য মোট বরাদ্দ পাওয়া গেছে ২শত ৪৬ মেট্টিক টন চাল এবং নগদ ৭ লাখ টাকা। চাহিদা অনুযায়ী আরো বরাদ্দ পাওয়া যাবে।

ইতিমধ্যে, অন্যান্য উপজেলায়ও দু:স্থ ব্যক্তিদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ শুরু হযেছে। এই সহায়তা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email

Related Posts