দুমকিতে অসহায়দের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: করোনাভাইরাসের কারণে হতদরিদ্র মানুষ যখন ঘরের বাইরে যেতে না পেরে একরকম অর্ধাহারে-অনাহারে কাটাচ্ছিল ঠিক সেই সময়ে তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।

তিনি ১০ দিনের চাল, ডাল, আলু, পিয়াজ আর তেল কিনে তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছেন। শনিবার ও রোববার উপজেলার বিভিন্ন স্থানে হতদরিদ্রের মাঝে এ খাবার পৌঁছে দেয় দুমকি থানা পুলিশ।

দুমকির দেবির চর এলাকার শতবর্ষী বৃদ্ধ আব্দুল রশীদ হাওলাদার বলেন, ওসি স্যারে যহন আইছে তহন আমি ভয় পাইছি কিন্তু স্যারে হাসি দিয়া কইলো, ভয় পাবেন না আমি আপনার জন্য বাজার করে নিয়া আসছি। এরপর বাজারের বস্তার মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ ও তেল দেখে আমি আনন্দে কাইন্দা দিছি।

দুমকি থানার ওসি মেহেদী হাসান বলেন, ‘পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. মইনুল হাসান স্যারের নির্দেশনায় প্রকৃত অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের খুঁজে বের করে তাদের বাড়িতে গিয়ে স্যারের পক্ষ থেকে ১০ দিনের চাল, আলু, মসুরের ডাল, পেঁয়াজ, সয়াবিন তেল পৌঁছে দিচ্ছি। এই সেবা অব্যহত থাকবে।

Print Friendly, PDF & Email

Related Posts