গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল হিমাচল। রবিবার রাত ১১ টা ৪৫ মিনিটে এই ভূমিকম্প অনুভুত হয় হিমাচল প্রদেশে।

রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৫। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে।

কয়েকদিন আগেই এই চাম্বাতেই ভূমিকম্প হয়। শুক্রবার বিকেলে বিকেল ৫টা ১১ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। রবিবারের ভূমিকম্পেও কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার ৬.০ রিখটার স্কেলের মাত্রায় কেঁপে ওঠে ফিলিপাইন্স। তথ্য জানাচ্ছে, বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী রাত ১১ টা ৩৮ মিনিটে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন্সের সারানগনি এলাকা।

সারানগনি, মাসিম থেকে ৪৬ কিমি দূরে ভূপৃষ্ঠ থেকে ৪৯ কিমি গভীরে এই ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানিয়েছে, ফিলিপাইন্স ইন্সটিটিউট অফ ভলক্যানালোজি।

জানানো হয়েছে, ঠিক যেখানে এই ভূকম্পন অনুভূত হয়েছে তার থেকে মাত্র ৪৩ কিমি দূরেই রয়েছে বালুট নামে একটি আগ্নেয়গিরি। সেটির জন্য এই ভূমিকম্প কিনা তা দেখছেন বিশেষজ্ঞরা।

Print Friendly, PDF & Email

Related Posts