জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন আলোকিত মতলব এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ সদস্য এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী সংগঠনটির সদস্যরা মতলব উত্তরের বিভিন্ন স্থানে এসব উপকরণ বিতরণ করেন।
এসময় ১০০ পিস হ্যান্ডওয়াস, ১০০ পিস সাবান, ১০০ পিস মাস্ক ও ১০০ পিস টি শার্ট বিতরণ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার লিফলেট বিতরণ করে সংগঠনটি। এতে স্পন্সর করে ইমাম টেলিকম।
করোনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানান সংগঠনের নেতৃবৃন্দ। এসময় ছিলেন, আলোকিত মতলব এর সদস্য মোঃ রিয়াদ হোসেন, রাসেল মিয়াজী, শাহাদাত প্রধান, আঃ কুদ্দুস, খবির প্রধান, মোঃ রফিক কাজী, সোহাগ মৃধা, কালাম সরকার, মোঃ তানজিল হোসেন, মোঃ সাইফুল ইসলাম, সজিব আহাম্মদ, পারভেজ মিয়া, দ্বীন ইসলাম সহ সকল সদস্যবৃন্দ।