আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন বাসাইল পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ।
বাসাইল পৌরসভার মেয়র তার ব্যক্তিগত তহবিল থেকে পৌর এলাকার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। সোমবার বিকেলে পৌরসভার পূর্বপাড়া কালী মন্দির এলাকায় ১০০ কর্মহীন মানুষদের মাঝে ৮কেজি চাউল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, ১ কেজি আলু ও একটি করে সাবান বিতরণ করা হয়। এসময় প্যানেল মেয়র বাবুল আহমেদ উপস্থিত ছিলেন।
বাসাইল পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ বলেন, ‘করোনা সংক্রমণের বিস্তাররোধ ও প্রতিকারের জন্য জনসমাগম নিষিদ্ধ থাকায় প্রান্তিক মানুষের জীবন ধারণে যেন কোনো সমস্যা না হয় সেই লক্ষ্যে দরিদ্র ও শ্রমজীবী প্রত্যেকের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।