হবিগঞ্জ প্রতিনিধি: সীমান্তের ঘেঁষা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের রেমা চা-বাগানের অসহায় চা শ্রমিকদের মুখে হাসি ফোটালেন পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম।
করোনা ভাইরাস পরিস্থিতিতে এসব শ্রমিকের ঘরের চুলায় আগুন জ্বলছিল না। মঙ্গলবার দুপুরে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে পায়ে হেঁটে এ বাগানে গেলেন। শ্রমিকরা এসপি মোহাম্মদ উল্ল্যার হাতে ত্রাণ সামগ্রী দেখে শ্রমিকরা অবাক। নিজ হাতে তাদের মাঝে ত্রাণ বিতরণ করে দিলেন।
সূত্র জানায় শীতকাল আসলে এসপি মোহাম্মদ উল্ল্যার নিজ উদ্যোগে চা শ্রমিকদের মাঝে বিতরণ করেন শীতবস্ত্র। দুর্যোগকালীন সময়ে আইন রক্ষার পাশাপাশি তিনি হতদরিদ্র মানুষদের পাশে দাঁড়ান।
এসপি মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম জানান, করোনা পরিস্থিতিতে আমরা যদি যার যার অবস্থান থেকে গরীব-দুস্থদের পাশে দাঁড়াই তবে তারাও দু’মুঠো খেতে পারবে। তাদের মুখে হাসি ফুটবে। কর্মহীন হয়ে পড়া মানুষের পাশে এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদের প্রতি তিনি আহবান জানান।
ত্রাণ বিতরণকালে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক, ওসি (তদন্ত) চম্পক দাম প্রমুখরা উপস্থিত ছিলেন।
এম এম চৌধুরী/এইচ