বিডি মেট্রোনিউজ॥ বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম নেছার উদ্দিন ভূইয়াকে প্রধান করে অন্যের গল্প অনুকরণ করে বৃহন্নলা চলচ্চিত্র তৈরির অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে তথ্য মন্ত্রণালয়। জানিয়েছেন তথ্যসচিব মরতুজা আহমদ।
২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় সরকারি অনুদানে নির্মিত ‘বৃহন্নলা’ সিনেমাটি শ্রেষ্ঠ সিনেমা, শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা বিভাগে পুরস্কৃত হয়েছে।
অনুকরণ করে বৃহন্নলা সিনেমা তৈরির অভিযোগের বিষয়ে বক্তব্য জানাতে এই চলচ্চিত্রের পরিচালক মুরাদ পারভেজকে কারণ দর্শানোর নোটিসও দেয় তথ্য মন্ত্রণালয়। মুরাদ পারভেজ নোটিসের জবাব দিয়েছেন জানিয়ে তথ্যসচিব বলেন, বৃহন্নলা চলচ্চিত্র নিয়ে গণমাধ্যমে বিভিন্ন ধরনের খবর প্রকাশিত হয়েছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন এই তদন্ত কমিটি সেসব বিষয়ে তদন্ত করবে।
তদন্ত কমিটিতে সদস্য হিসেবে কাদের রাখা হয়েছে সে বিষয়ে কিছু না জানালেও মরতুজা আহমদ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, কারণ দর্শানোর নোটিসের জবাবে মুরাদ পারভেজ সব তথ্য ঠিক নাও দিতে পারেন। তদন্ত কমিটির সদস্যরা সব পক্ষের সঙ্গেই কথা বলবেন। গল্প অনুকরণের অভিযোগ প্রমাণিত হলে তিন বিভাগে পাওয়া বৃহন্নলার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাতিল করা হবে বলেও জানান তিনি।
গত বছর ভারতের জয়পুর চলচ্চিত্র উৎসবে বৃহন্নলা সিনেমাটি পুরস্কৃত হওয়ার পর এর নির্মাতার বিরুদ্ধে ভারতীয় সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প ‘গাছটি বলেছিল’ অনুকরণের অভিযোগ ওঠে।
২০১৫ সালের সেপ্টেম্বরে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট ছেলে সাংবাদিক অমিতাভ সিরাজ দাবি করেছেন, তার বাবার গল্প অনুকরণ করে ‘বৃহন্নলা’ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
‘বৃহন্নলা’ চলচ্চিত্রের কাহিনীর স্বত্ব হিসাবে প্রয়াত সৈয়দ মুস্তাফা সিরাজের নাম ব্যবহার এবং তার পরিবারকে দেড় লাখ রুপি দেওয়ার অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও দেবেশ রায়। এছাড়া সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি’র সচিব সৈয়দ হাসমত জালালও একই বিষয়ে তথ্যমন্ত্রীকে আলাদা চিঠি দিয়েছেন।
তদন্ত কমিটির প্রধান বর্তমানে চীন সফরে আছেন।