বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে রাশিয়া। আগামী জুনেই মানব শরীরে ওই ভ্যাকসিন প্রয়োগ করা হবে। এমনই চাঞ্চল্যকর দাবি রাশিয়ান রিসার্চ সেন্টারের। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রিসার্চ সেন্টারের প্রধান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। পরীক্ষামূলকভাবে আগামী জুনেই মানব শরীরে ওই ভ্যাকসিন প্রয়োগ করা হবে বলে তিনি পুতিনকে জানিয়েছেন।
রাশিয়ার ভেক্টর স্টেট ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি সেন্টারের প্রধান রিনাট ম্যাক্সিওটোভ জানিয়েছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন তাঁদের ল্যাবে আবিষ্কার করা হয়েছে। প্রথম পর্যায়ের পরীক্ষার জন্য তিনটি ভ্যাকসিন ২৯ জুন থেকে মানব শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করার জন্য তাঁরা প্রস্তুত।
ইতিমধ্যেই যুগান্তকারী এই আবিষ্কার নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন ম্যাক্সিওটোভ। ভিডি কনফারেন্স মারফত ভ্যাকসিন প্রয়োগের গোটা বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে তাঁর কথা হয়েছে।
সংবাদসংস্থা এএফপিকে রাশিয়ান ওই রিসার্চ সেন্টারের প্রধান ম্যাক্সিওটোভ জানিয়েছেন, ইতিমধ্যেই যাঁদের শরীরে ওই ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে তেমনই ১৮০ জনকে নিয়ে একটি গ্রুপ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। এমনকী এব্যাপারে ৩০০টি আবেদনও তাঁরা পেয়েছেন বলে জানিয়েছেন।