বিডি মেট্রোনিউজ॥কণ্ঠশিল্পী কৃষ্ণকলির তরুণী গৃহকর্মীর ‘আত্মহত্যার’ ঘটনায় স্বামী খালেকুর রহমান অর্ককে দুইদিনের হেফাজতে পেয়েছে পুলিশ। শেরে বাংলা নগর থানার এসআই সুশীল চন্দ্র বর্মন বৃহস্পতিবার খালেকুরকে আদালতে হাজির করে পাঁচদিন হেফাজতের আবেদন করেন। অন্যদিকে জামিনের আবেদন করেছিলেন খালেকুরের আইনজীবী বশিরউদ্দিন।