বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ গোটা বিশ্ব মারাত্মক করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে, বিজ্ঞানীরা খুঁজে চলেছেন ঠিক কোথা থেকে এলো এই ভাইরাস। এরইমধ্যে সামনে এলো নতুন আরও এক তথ্য। মায়ানমারে বাদুড়ের শরীরে পাওয়া গিয়েছে ছয় রকমের নতুন করোনাভাইরাস।
‘স্মিথসোনিয়ান গ্লোবাল হেলথ প্রোগ্রাম’ এর তরফ থেকে বিজ্ঞানীরা এই গবেষণা চালাচ্ছেন। তাঁরা জানিয়েছেন এই ধরনের করোনাভাইরাস আগে কোথাও পাওয়া যায়নি। তবে নতুন পাওয়া এই ভাইরাসের সঙ্গে মানুষের শরীরে সংক্রমিত হওয়া করোনাভাইরাসের কোনও সম্পর্ক নেই বলেও জানিয়েছেন গবেষকরা।
চীন থেকে শুরু হওয়া এই করোনা ভাইরাস সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তা অনুযায়ী বাদুড় থেকেই নাকি মানুষের শরীরে সংক্রমণ হয়েছে এই ভাইরাসের। তবে স্মিথসোনিয়ান এই গবেষকরা জানিয়েছেন চীনের এই তথ্য প্রতিষ্ঠার জন্য আরও অনেক গবেষণা দরকার।
সম্প্রতি PLOS ONE নামের একটি সায়েন্স জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে। মনে করা হচ্ছে গবেষণায় উঠে আসা এই তথ্য বিশ্বের সমস্ত বিজ্ঞানীদের যথেষ্ট কাজে লাগবে। আগামী দিনে কি ধরনের ভাইরাস ছড়িয়ে পড়তে পারে তা জানতে এই গবেষণার ভূমিকা থাকবে।
এই গবেষণার মুখ্য গবেষক মার্ক জানিয়েছেন নতুন থেকে সহজেই অনুমান করা যায় যে বন্যপ্রাণ এবং পরিবেশের সঙ্গে মানুষ আসলে কতটা ওতপ্রোতভাবে জড়িত। তাঁর দাবি মানুষের সঙ্গে বন্য প্রাণীদের যোগাযোগ দিনে দিনে বাড়ছে। ফলে এইসব প্রাণীদের শরীরে থাকা ভাইরাস সম্পর্কে যদি জানা যায় তাহলে আগামী দিনের মহামারীর আশঙ্কা কমানো যাবে।
তবে বেশিরভাগ করোনাভাইরাস মানুষের শরীরে কোনও প্রভাব ফেলে না বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।