জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি কালিরবাজার খলিফাপাড়া এলাকাবাসীর উদ্যোগে এলাকায় জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।
করোনাভাইরাস ও যেকোন ধরনের জীবাণু প্রতিরোধে স্থানীয় এলাকার প্রতিটি ঘরে ঘরে, রাস্তা-ঘাট ও কালির বাজারের সকল দোকান পাটে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এই সামাজিক কাজের উদ্যোগ গ্রহন করেন হযরত আর্শাদ লেংটার মাজারের খাদেম বাবুল ফকির।
এলাকাবাসীর পক্ষে সার্বিক সহযোগীতা করেন, মমিন মাতবর, সফিক মাতবর, জামাল মাতবর, নাদির মাতবর, আবুল কালাম, কাদির খলিফা, দুলাল খলিফা, নজরুল খলিফা, আবুল খলিফা প্রমুখ। যুবসমাজের মধ্যে ছিলেন, মেহেদী, সাদ্দাম, শান্ত, শাওন, ওছমান গণি, জাবেদ, সানি, তুহিন, রাকিব, রজ্জব, কাউছার, পাপ্পু, রুবেল’সহ এলাকার যুবকরা।
এলাকাবাসী জানান, সরকারের পাশাপাশি আমাদেরও সচেতন হতে হবে। নিজেদের এলাকার সুরক্ষা নিজেদেরকেই নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে তারা নিজেদের অর্থায়নে এই উদ্যোগ গ্রহন করেন। প্রতিদিন সকালে ও বিকালে বাড়ি, ঘর, দোকান পাট ও রাস্তা ঘাটে এবং গাড়ির চাকায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তারা।