ভোলায় করোনা ইউনিটে থাকা রোগির মৃত্যু

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলায় করোনা সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হওয়ার ২ দিন পর এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) জেলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। তবে তিনি করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

চিকিৎসকরা বলছেন, ওই বৃদ্ধের ডায়াবেটিস ও শ্বাসকষ্ট ছিলো। শনিবার হঠাৎ করেই শ্বাসকষ্টে হয়ে তার মৃত্যু হয়। তবে ২ দিন আগে তার নমুনা পাঠানো হলেও রিপোর্ট এখনো আসেনি।

জেলা সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, গত ২৩ এপ্রিল ওই বৃদ্ধকে করোনা সন্দেহে আইসোলেশনে রাখার পর নমুনা রিপোর্ট সংগ্রহ করে পাঠানো হয়েছে কিন্তু তার রিপোর্ট এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছায়নি । তাই করোনা নিয়ে মৃত্যু হয়েছে কিনা তা বলা যাবে না।

এদিকে জেলায় করোনা সন্দেহে নতুন ৩ জনসহ ২৪ দিনে ২৫৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। যারমধ্যে শনিবার পর্যন্ত ২২৬টি রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি রিপোর্ট অপেক্ষমান। তার মধ্যে জেলায় করোনা শনাক্ত হয়েছে দুই জনের।

Print Friendly, PDF & Email

Related Posts