তারাবীর নামাজ ঘরে আদায়ে ধামরাই পৌর মেয়রের আহবান

মো. রাসেল হোসেন: ঢাকার ধামরাই পৌরবাসীদের নিকট পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করে ঘরে থাকার আবেদন জানিয়েছেন ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা ।

করোনা মোকাবিলায় জন নিরাপত্তার স্বার্থে এবারের রমজানে ঘরে থেকেই ইবাদত করার আহ্বান জানিয়েছেন তিনি।

রমজান উপলক্ষে পৌরসভার গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে দুই শিফটে পৌরসভার কর্মী, আনসার ও স্বেচ্ছাসেবকদের দ্বারা নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন পৌর মেয়র। সকাল ৭ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত পিক আওয়ারে ১৪ জন আনসার সহ পৌরকর্মী ও স্বেচ্ছাসেবকগণ পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নজরদারি করছেন, যাতে বাহির থেকে অপরিচিত কেউ পৌরসভার ভিতরে প্রবেশ করতে না পারে। এরপর দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত থাকছে ২য় দল, এরপর রাত ১০টা থেকে যথারীতি পৌর পাহারাদারগণ কার্যরত থাকছেন।

পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা বলেন, সরকারি নির্দেশ অনুযায়ি মসজিদে ১২ জন করে তারাবির নামাজ আদায় করুন।আল্লাহর ইবাদত তো যেকোন জায়গায় বসে করা যায়। ইসলামিক ফাউন্ডেশনের নির্দেশনা মেনে তারাবীহ নামাজ ঘরে বসে পড়ুন, আল্লাহকে বেশি বেশি ডাকুন, দেশ থেকে করোনাভাইরাসের মুক্তি পেতে আল্লাহর কাছে দোআ করুন।

Print Friendly, PDF & Email

Related Posts