মানিকগঞ্জে চিকিৎসকসহ ৩ জন করোনায় আক্রান্ত

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জে ১ নারী চিকিৎসকসহ আরও ৩ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তদের সংখ্যা হলো ১৫। আজ (সোমবার) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।
ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, আক্রান্তদের মধ্যে ১জন নারী চিকিৎসক। তিনি সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার হিসেবে কর্মরত। অন্যদুজন একই পরিবারের।তাদের বাড়ি মানিকগঞ্জ জেলা শহরের দাশড়া এলাকায়।ওই পরিবারের এক নারীও কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানান তিনি।
আক্রান্ত সকলেই নিজনিজ বাসায় আইসোলেশনে আছেন। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান তিনি।
তিনি জানান, ‘গত ২৪ ঘন্টায় ৪৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। পরীক্ষায় ৩জনের পজিটিভ আসে এবং বাকীদের নেগেটিভ আসে। এ পর্যন্ত জেলায় ৫৩৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের দেহে করোনার সংক্রমন ধরা পরে।’
উল্লেখ্য, এ নিয়ে মানিকগঞ্জে ৩ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হলেন। এদের মধ্যে ২ জন সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এবং ১জন কর্ণেল মালেক সরকারী মেডিক্যাল কলেজের।
Print Friendly, PDF & Email

Related Posts