বিচ্ছিন্নতায় অন্তরীণ সময়

সৈয়দ মামুনুর রশীদ

 

জানিনা, ঘটে যাওয়া বিচ্ছিন্নতায় আমার অন্তরীণ সময়
কীভাবে কাটিয়ে দেবো ?
জানিনা, নবাগত বসন্ত বাড়ির আঙিনায়
ফুলেল সুষমা নিয়ে দাঁড়িয়ে আছে
নাকি সমাধি সাজাতে এ ফুলের বাহার!

 

আমাদের ঘরবন্ধি বিড়ালটিও জানালায় নির্বিকার
চেয়ে থাকে কাঁচের স্বচ্ছতা ভেদ করে,
কতিপয় কাঠবিড়ালি ভেটকি দেয়
অসহায়ত্বের সুযোগ বুঝে প্রকৃতির নির্মম পরিহাসে
শাখায় শাখায় বিহঙ্গের সমাগম,
অরণ্যচারীর স্বাধীন পদচারণায় যেনো
ধূষণমু্ক্তির বৈপ্লবিক বিবর্তন!

 

কোনকিছুই অর্থহীন নয় ত্রাসের এই জীবাণু বিস্তারে।

Print Friendly

Related Posts