জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে কাঁচা কলা অতি দ্রুত সময়ে পাকানোর দায়ে তিন কলা ব্যবসায়ীর ৫ হাজার পিস কলা ধ্বংস করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সেই সাথে ব্যবসায়ীদের প্রত্যেককে দুই হাজার টাকা করে জরিমানা করা হয়।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল এই অভিযান পরিচালনা করে কলা ব্যবসায়ীদেরকে সর্তক করে দেন।
এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল জানান, কেমিক্যাল মিশিয়ে কাঁচা কলা পাকানোর খবর পেয়ে জেলার সাটুরিয়া উপজেলার খুনিরটেক বাজারে অভিযান চালানো হয়। অভিযানে সত্যতা পেয়ে তিন ব্যবসায়ীর ৫ হাজার পিস কলা ধ্বংস করা হয়। সেই সাথে তিন ব্যবসায়ীকে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।