এস.এম ইলিয়াস জাবেদ, কলাপাড়া: কলাপাড়া হাসপাতালের বর্জ্য ফেলে মারাত্মকভাবে পরিবেশ দূষিত করার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট এলাকাবাসী।
শুক্রবার (১ মে) পৌর শহরের নাচনাপাড়া ১নং ওয়ার্ডের ভুক্তভোগী জনসাধারণ কলাপাড়া সাংবাদিক ফোরামে লিখিতভাবে অভিযোগ করেন।
অভিযোগে বলেন, টিএনটি অফিস সংলগ্ন কলাপাড়া হাসপাতালের পশ্চিম পাশে হাসপাতালের বর্জ্য ফেলে রাখে এবং এগুলো থেকে মারাত্মকভাবে দুর্গন্ধ বের হয়, পাশের পুকুরের পানি মারাত্মকভাবে দূষিত করে।
এ পুকুরের পানি ওই এলাকার থাকার ৫০-৬০ পরিবারের লোকজন ব্যবহার করে আসছে। মাঝে মাঝে হাসপাতালের লোকজন আগুন দিয়ে দুর্গন্ধ সৃষ্টি করে যার ফলশ্রুতিতে শিশু-বৃদ্ধসহ শ্বাসকষ্টে ভুগছে বলেও অভিযোগে করেন তারা।
ওই এলাকার সমস্যা কলাপাড়া স্বাস্থ্য প্রশাসক ও পৌরসভায় বরাবর অবহিত করা হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে তারা জানান।
তাদের জীবন ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ার নিরুপায় হয়ে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
এ ব্যাপারে চিন্ময় হাওলাদার বলেন, বিষয়টি আমিও জেনেছি এবং যাতে এদিক সেদিক বর্জ্য না ফেলা হয় তার জন্য নির্দিষ্ট একটি ডাস্টবিন নির্মান করা হবে।