এ কোন সোহা!

বিডি মেট্রোনিউজ ডেস্ক  সুন্দরী, স্টাইলিস্ট, ফ্যাশনেবল তো তিনি বটেই। তাঁর অভিনয় দক্ষতা নিয়েই কারও তেমন কোনও সন্দেহ নেই। কিন্তু বক্স অফিসে হিট কই? এ ব্যাপারে তাঁকে কতটা সাহায্য করেন সাইফ বা কারিনা? নিজের দাদা-বৌদি যেখানে ইন্ডাস্ট্রির প্রথম সারির নাম সেখানে সোহা কোনও বাড়তি সুবিধা পাচ্ছেন না কেন?

ফিল্মি পরিবারের সন্তান। নিজেও ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। কিন্তু হিটের সংখ্যা বিচারে মার্কস বেশ কম। তিনি সোহা আলি খান।

 

প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন সোহা। স্পষ্ট বললেন, ‘‘আমি, সাইফ বা কারিনা স্বাধীন ভাবে কাজ করি। পরিবার হিসেবে মানসিক ভাবে সকলে একে অপরের পাশে থাকি ঠিকই। কিন্তু পেশাগত ভাবে কেউ কারও ওপর নির্ভরশীল নই।’’

 

আপাতত ৩১ অক্টোবরের দিকে তাকিয়ে রয়েছেন সোহা। রীতিমতো অপেক্ষা করছেন। না! ক্যালেন্ডার অনুযায়ী ওই বিশেষ দিনটি নয়। বরং ‘৩১ অক্টোবর’ এই বিশেষ নামটির জন্য। কারণ শিবাজি লোটান পাটিলের পরিচালনায় এই নামেরই একটি ছবিতে অভিনয় করছেন সোহা।

Print Friendly, PDF & Email

Related Posts