মো. রাসেল ধামরাই: ঢাকার ধামরাইয়ে করোনায় আক্রান্ত পৌরসভার খন্ডকালীন এক কর্মীর পাশে দাঁড়িয়েছেন পৌর মেয়র গোলাম কবির। তিনি করোনায় আক্রান্ত ওই কর্মীর স্বামীর সঙ্গে আলাপ-আলোচনা করেন। সার্বিক খোঁজ-খবর নেন। আর্থিক সহযোগিতা করেন। সব ধরণের সহায়তার আশ্বাস দেন। এছাড়া আক্রান্ত কর্মীকে সাহস যোগান তিনি।
ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরার পরামর্শ ও পৌর মেয়র গোলাম কবিরের মানবিকতায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পৌরসভার খন্ডকালীন কর্মী লিমা আহম্মেদ। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে আছেন।
এ ব্যাপারে ধামরাই উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফ্ফাত আরা বলেন, লিমা দিনদিন সুস্থ হয়ে উঠছেন। এখন তিনি সুস্থ্য আছেন। পুনরায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হবে।
মেয়র গোলাম কবির বলেন, লিমা সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে এ কামনাই করি। গত ২৫ এপ্রিল লিমার শরীরে করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়।