জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলায় নতুন করে আরো ৩ জনের করোনা আক্রান্ত হয়েছে। রবিবার (১০ মে) রাতে তাদের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
আক্রান্তদের মধ্যে লালমোহন উপজলায় এক নারী ও ভোলা সদরে ২ জন। এরমধ্যে সদরের একজন দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব এসিস্টেন্ট ও অপরজনের বাড়ি চরফ্যাশন উপজেলায়।
ভোলার সিভিল সার্জন ডাঃ রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে এবং বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।
ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান এর নেতৃত্বে রবিবার স্যান্ধায় চরনোয়াবাদ ও কালিবাড়ী রোড টাউনস্কুল মাঠ সংলগ্ন ২টি বাড়ি লকডাউন করে দিয়েছে।
এ নিয়ে ভোলায় ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। তবে মনপুরা ও বোরহানউদ্দিনে আক্রান্ত দুজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
ভোলা থেকে এ পর্যন্ত ৫৫৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল পাঠানো হয়েছে। নমুনার রিপোর্ট এসেছে ৪৬৮ জনের। যার মধ্যে ৪৬০ জনের নমুনার রিপোর্ট নেগেটিভ আসলেও ৮ জনের পজিটিভ আসে।