বিডি মেট্রোনিউজ ॥ শুরু থেকেই তাদের সম্পর্ক পছন্দ করেনি দুই পরিবারেরই। বিয়েতে একেবারেই মত ছিল না। তবে সব বাধা কাটিয়ে অবশেষে চার হাত এক হতে চলেছে বিপাশা-করণের।
পাত্র করণ সিং গ্রোভার। ২ বারের ডিভোর্সি। এমন পাত্রকে মোটেই জামাই হিসেবে পছন্দ ছিল না পাত্রী বিপাশা বসুর মায়ের। আবার এদিকেও একই অবস্থা।
অতীতে জন আব্রাহাম ও দিনো মোরিয়ার সঙ্গে লিভ টুগেদারের কথাও পছন্দ হয়নি করণের পরিবারের। তাই বিয়ের কথা উঠতেই শুরুতেই আবেদন খারিজ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত জয় হল প্রেমেরই।
জি নিউজ জানিয়েছে, আগামী ৩০ এপ্রিলই বিয়ে সেরে ফেলছেন বিপাশা-করণ।