হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানের সার্বিক পরিচালনায় হাজী আব্দুর নূর মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ৩৫০ পরিবারে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
২১ মে সকাল ও দুপুরে পৃথকভাবে এ উপহার বিতরণ করা হয়। সকালে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান নিজহাতে উপজেলার আলাপুর, সাবাসপুর ও উবাহাটার প্রায় ৫০ জন কর্মহীন লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
দুপুরে মড়রা (আংশিক) ও কদমতলীতে ৩০০ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, উপজেলা যুবলীগের আহবায়ক ফজল উদ্দিন তালুকদার, আওয়ামীলীগ নেতা ওসমান আলী মিনু, মেম্বার আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের চেয়ারম্যান লুৎফুর রহমান তাহের, কোষাধ্যক্ষ মোজাম্মেল হক শফিক, পরিচালক হাবিবুর রহমান হারুন, জিয়াউর রহমান ফরহাদ, আতাউর রহমান মোর্শেদ, মিজানুর রহমান রাসেল, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জামাল আহমেদ রাজ, যুবলীগ নেতা মঈন উদ্দিন দুলাল, শোয়েব প্রমুখ।
হাজী আব্দুর নূর মুন্সী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরান বলেন, বর্তমান পরিস্থিতিতে এ মহৎ কাজ পরিচালনা করতে পেরে অত্যন্ত ভালো লেগেছে। এ ফাউন্ডেশন অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাবে। খাদ্যসামগ্রী বিতরণে এসে এ ফাউন্ডেশনের প্রশংসা করেছেন নেতৃবৃন্দরা।
মামুন/এইচ