সৌদিতে ঈদ রোববার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সৌদি আরবে শুক্রবার সন্ধ্যায় ১৪৪১ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশও রোববার ঈদ উদযাপন করবে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে গালফ নিউজ এ খবর জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের সরকার একটি চাঁদ দেখা কমিটি গঠন করে। শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা না যাওয়ায় দেশটির আইনমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠকের পর রোববার ঈদ উদযাপনের সিদ্ধান্ত হয়। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও সিঙ্গাপুরেও শুক্রবার চাঁদ দেখা যায়নি। এ দেশগুলোতেও রোববার ঈদ উদযাপিত হবে।

করোনা মহামারির মধ্যে ঈদ উদযাপনে কড়াকড়ি আরোপ করেছে বিভিন্ন দেশ। সৌদি আরব ঈদের ছুটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করার ঘোষণা দিয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts