ইফতেখার শাহীন: করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে কমান্ডার খুলনা ন্যাভাল এরিয়ার আয়োজনে বরগুনার বেতাগীতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্ট।
শনিবার দুপুর ১২ টায় বেতাগী উপজেলা চত্বরে এ উপহার বিতরণ কর্মসূচী পালিত হয়। এই টিমের নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার এলএএনএমএ সামাদ আল ইমরান। উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব আহসান।
এসময় অর্থসহ চাল, ডাল, লবন, সুজি, সেমাই, বিস্কুট, দুধ, চিনি ৫০ জন অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
নভেল করোনা ভাইরাসের শুরু থেকেই বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। এর মধ্যে বাংলাদেশের সর্ব দক্ষিণে উপকূলীয় অঞ্চল বরগুনা জেলার উপজেলাগুলোতে জীবনকে বাজী রেখে করোনা ভাইরাসের ছোঁয়া থেকে সাধারণ মানুষকে দূরে রাখতে বাংলাদেশ নৌবাহিনী বরগুনা কন্টিনজেন্টের উদ্যোগে চলছে হুঁশিয়ারী বার্তা এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য নানা রকম নির্দেশনা।
ইতোমধ্যেই তারা দুঃস্থ অসহায়দের পাশে থেকে তাদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করে কুড়িয়েছেন অনেক প্রশংসা।