তবুও বর্ণিল উদ্যান আজ এই পৃথিবী

বদরুজ্জামান জামান

ওহীর অবশ্যই পালনীয় যে নির্দেশ
পূর্বসূরী থেকে আমাদের বেয়ে উত্তরসূরী,
সংযত হয়ে প্রভুর সন্তুষ্টির লক্ষ্যে।
যারা এই নির্দেশ সিজদাবনত মস্তকে তুলে নিল,
তারা দেখাল একাগ্রতা মাসব্যাপী করোনা ক্লান্তি নিয়ে।

সে কোন বিশ্বাস-  দীপ্তি জ্বেলে দেয়
তৃপ্তির উপোস যাপন দিনমণি অস্তে ?

মাস বিস্তৃত সাধনা শেষে প্রতিদান প্রাপ্তির খুশি
নাকি গড্ডালিকা প্রবাহে আচার প্রবণ খুশি?
খুশির সংজ্ঞা-  কষ্ট ধারণ করে
তবুও বর্ণিল উদ্যান যেন আজ এই পৃথিবী।

মহাপরাক্রমশালী স্রষ্টাকে ভুলে  দম্ভ শক্তি অহংকার
আর ক্ষমতার লড়াই উপচে পড়ে চারিদিকে।
জীবাণু আক্রান্ত আজ এই দুঃসময়ে পৃথিবীতে
এখনই তো সময় সংশোধন হবার মানবিক হবার
মানুষ হবার আর স্রষ্টার শ্রেষ্ঠত্ব ঘোষণা করার।

Print Friendly

Related Posts