পি.সি.আর ল্যাব ও ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর দাবিতে ভোলায় মানববন্ধন

জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: কোভিড-১৯ মহামারি রোগ নির্নয় এবং সুচিকিৎসা প্রদানের জন্য ভোলায় পি.সি.আর ল্যাব, ভেন্টিলেটর অতিদ্রুত স্থাপন এবং ওয়াটার অ্যাম্বুলেন্স চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (২জুন) ভোলা প্রেসক্লাব চত্বরে সকালে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন সামাজিক সংগঠন এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে ভোলায় করোনা টেস্টিং ল্যাব স্থাপন করে উপজেলা পর্যায়ে পর্যাপ্ত নমুনা সংগ্রহ করতে হবে। ওয়াটার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থাসহ সাথে অন্যান্য রোগে আক্রান্তরা যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারী সংগঠনগুলো হচ্ছে- ভোলা ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস), ইলিশা সমাজ কল্যাণ সেচ্ছাসেবী সংগঠন, ভোলা প্রশিক্ষিত যুব সংঘ, বাপ্তা সমাজ সেবা সংগঠন, পরিবর্তন ভোলা জেলা, ভোলা মানব প্রেমের সৈনিক সংগঠন।

Print Friendly, PDF & Email

Related Posts