বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীর বাংলামোটরে বাসচাপায় মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) ভোরে বিহঙ্গ পরিবহনের একটি বাসের চাপায় দুজনের মৃত্যু হয়। ওই বাসচালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে বাসটি। সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বাংলামোটর সিগনাল শেষে দ্রুতগতিতে বিহঙ্গ পরিবহনের বাসটি ফার্মগেটের দিকে যাচ্ছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
প্রতক্ষ্যদর্শীরা জানান, মোটরসাইকলটি মগবাজার থেকে বাংলামোটর ক্রসিংয়ের সময় দ্রুতগতির বাসটি চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী, পথচারীসহ তিনজন আহত হন। এসময় মোটরসাইকেল আরোহী স্পটেই মারা যান, অপর এক আরোহী আহত হন। এসময় একজন পথচারীও ওই বাসচাপায় নিহত হয়।
বাসচালক জানান, গাড়ি ব্রেকফেল হওয়ায় এ ঘটনা ঘটেছে।
পরে পুলিশ এসে লাশ দুটি উদ্ধার এবং বাস চালককে আটক করে।