মতলব উত্তরে আক্রান্তের সংখ্যা ১৪

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নতুন করে ৩ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের রিপোর্ট এসে পৌছায়।এ নিয়ে মতলব উত্তরে আক্রান্তের সংখ্যা ১৪ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, উপজেলার ছোট মরাদোন গ্রামের জসিম উদ্দিন (৪০), তার স্ত্রী মাহফুজা বেগম (৩৮) ও ছেঙ্গারচর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম (কম) আব্দুল্লাহ আল মামুন (৩৩) এর রিপোর্ট বৃহস্পতিবার পজিটিভ এসেছে। গত তিনদিন আগে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। বর্তমানে তারা হোম কোয়ারেন্টাইনে আছেন।

জানা গেছে, ঈদের কয়েকদিন পরে জসিম উদ্দিন গাজীপুর জেলা থেকে বাড়িতে এসেছেন। ধারনা করা হচ্ছে তার মাধ্যমেই তার স্ত্রী সংক্রমিত হয়েছেন। এদিকে তার স্ত্রী মাহফুজা বেগম পাশের গ্রাম রুহিতারপাড় কমিউনিটি ক্লিনিকে হেল্থ কেয়ার প্রোভাইডার হিসেবে কর্মরত ছিলেন। ওখানে তিনি কাজ করা অবস্থায় অনেক মানুষই তার সংস্পর্শে এসেছিলেন। বিষয়টি নিতে হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Print Friendly, PDF & Email

Related Posts