ওসমান শওকত এর ‘সাহসের ভূমিপুত্র’ (ভিডিও)

বিডি মেট্রোনিউজ ‘জীবনানন্দ হয়ে সংসারে আজো আমি/ সব কিছু ভুলে যেন করিলেম দেন/ তুমিও তো বেশ আছো, ভালোই আছো/ কবিতায় পড়া সেই বনলতা সেন।’ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কন্ঠে মন কেড়ে নেওয়া এই গানের কথা এস এম ওসমান শওকত এর। অনেক জনপ্রিয় গানের গীতিকার এই ওসমান শওকত এবার ‘সাহসের ভূমিপুত্র’ শিরোনামের গীতি আলেখ্য উপহার দিয়ে নজর কেড়েছেন সুধী মহলের।সর্বত্রই প্রশংসিত হয়েছে তারএই ‘সাহসের ভূমিপুত্র’  ।

‘সাহসের ভূমিপুত্র’ শিরোনামের এই গীতি আলেখ্যটি সম্পূর্ণ দেশের গানের উপর নির্মিত। গীতি আলেখ্যটির সকল গান এস এম ওসমান শওকত এর রচনা। গবেষণা ও গ্রন্থণাও ওসমান শওকত এর।  সুর প্রখ্যাত সুরকার মোঃ শাহনেওয়াজ এর। একই গীতিকার এবং একই সুরকারের বিগত ৩ দশক ধরে লিখিত-সুরারোপিত গীত নিয়ে তৈরি হয়েছে এই গীতি আলেখ্য।

প্রতিটি গান বাংলাদেশ টেলিভিশনে প্রথম প্রচারিত। সময় ১৯৮৪ থেকে ২০১৫ ইংরেজি পর্যন্ত। গত ২৭ মার্চ বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একই সঙ্গে এবং ওইদিনই রাত ১টা ২৩ মিনিটে বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হওয়ার পর নতুন করে ‘সাহসের ভূমিপুত্র’ আলোচনায় এসেছে। অসাধারণ চিন্তার এই নির্মাণে তাক লাগিয়েছেনএস এম ওসমান শওকত।

বাংলাদেশ টেলিভিশনে পরিবেশিত এই প্যাকেজের ধারা বর্ণনা করেন মাহিদুল ইসলাম মাহি ও নাজমুন নাহার কাকলি। সঙ্গীত পরিচালনা করেন শেখ সাদী খান।

গত ২৩ মার্চ সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা অডিটরিয়ামে বাংলাদেশ মুক্তিযোদ্ধা অরোরা ফাউন্ডেশনের অনুষ্ঠানে প্রদর্শিত হয় ‘সাহসের ভূমিপুত্র’। যা দেখে উপস্থিত থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকও মুগ্ধ হন এবং প্রশংসা করেন।

এ কথা সত্যি যে, বিগত ৩ দশকের মধ্য থেকে বেছে নেয়া এ গানগুলো শুধুমাত্র দেশের গানে তৈরি গীতি আলেখ্যের ভুবনে এক নতুন মাত্রা যোগ করেছে। সম্ভবত এ ধরনের প্রয়াস এটাই প্রথম।  মূল উপজীব্য বোঝানো হয়েছে যে, এদেশে ভূমিপুত্র অনেক। কিন্তু ‘সাহসের ভূমিপুত্র’ একজনই।

গানগুলো:

১.    গীত-আমার মায়ের ইতিহাস আমার মাটির ইতিহাস, শিল্পী বাদশা বুলবুল

২.    গীত-একটি বজ্রকণ্ঠ থেকেই বাঙ্গালীর উত্থান, শিল্পী সুবীর নন্দী
৩.    গীত-সোনামুখি সুই দিয়ে সেলাই করা কাজ, শিল্পী শিমুল ইউসুফ
৪.    গীত-একাত্তুরের বিচ্ছু, শিল্পী কিরণ চন্দ্র রায়
৫.    গীত-তোমরা জিজ্ঞাসা কেউ করোনা এই বুকের খবর, শিল্পী সামিনা চৌধুরী

৬.    গীত-হাজার নদীর পানি দেখি রক্তেরই বরণ, শিল্পী শাহনাজ রহমতউল্লাহ
৭.    গীত-ছেলেটা সাওতালি, শিল্পী আমীন
৮.    গীত- না যাইও না যাইও বন্ধে বৈদেশে না যাইও, শিল্পী বেবী নাজনীন

৯.    গীত-সবুজের মাঝে লাল পতাকা নিয়ে, শিল্পী অনেকে
১০.   গীত-জয় বাংলা, শিল্পী মঞ্জু ও তারেক

( প্রথম ৬ টি গান বিটিভিতে প্রচারিত)

‘সাহসের ভূমিপুত্র’ এর ভিডিওটি দেখুন

 

Print Friendly, PDF & Email

Related Posts