মানিকগঞ্জে এমপি দুর্জয়ের নির্দেশে বৃক্ষ রোপন কর্মসূচি

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিকগঞ্জে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ বুধবার সকালে ঘিওরের বানিয়াজুড়ি ইউনিয়নের তারাইলে রাস্তার দুপাশে এ কর্মসূচি পালন করা হয়। এছাড়া দুপুরে এ ইউনিয়নের বানিয়াজুড়ি গ্রামের কার্তিক শংকরের ২০ শতাংশ জমিতে ধান কেটে দেয় জেলা ছাত্রলীগ।

এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এম.এ.আকাশ, আবিদ হোসেন খান সাকিব, সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল রাহি,  যুগ্ম সাধারন সম্পাদক রাজিদুল ইসলাম, সহ সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীক, আরিয়ান সূত্রধর কৌশিক, তোহেবুর হোসেন, উৎস সাহা রাতুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অভিজিৎ সাহা, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রনি রায়, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক সুকান্ত দাশ, সদস্য সাগর দাশসহ ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল রাহি বলেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এমএ নাঈমুর রহমান দুর্জয়ের নির্দেশে আজ এ কর্মসূচি পালন করা হয়েছে। মানুষের যেকোন প্রয়োজনে ছাত্রলীগ পাশে ছিল,আগামীতেও পাশে থাকবে।

Print Friendly, PDF & Email

Related Posts