পাওনা টাকাকে কেন্দ্র করে এক পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম

এস.এম ইলিয়াস জাবেদ, কলাপাড়া: পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষরা একই পরিবারের রেখা বেগম (৪৫), সজিব হাওলাদার (১৫), খোকন (৩০) ও মহিউদ্দিন (৪০) কে কুপিয়ে গুরুতর জখম করেছে।
বুধবার আনুমানিক সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চরপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, পাওনা টাকা চাইতে গেলে একই গ্রামের জামাল হাওলাদার, লোকমান ও ইব্রাহিম সহ একদল সন্ত্রাসী তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
 এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Print Friendly, PDF & Email

Related Posts