মানিকগঞ্জে রেডজোন এলাকায় পুলিশি টহল জোরদার

জাহিদুল হক চন্দন, মানিকগঞ্জ: মানিগঞ্জের ৩ টি উপজেলার ৭ টি রেডজোন ঘোষিত এলাকার দোকানপাট ও হাটবাজার বন্ধ রয়েছে।রেড জোন ঘোষিত এলাকার চারপাশে পুলিশের চেক পোষ্ট বসানো হয়েছে।

ঘর থেকে বের হলেই পড়তে হচ্ছে পুলিশি জেরায়। বাইরে বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে ফের আবার বাড়ি ফেরৎ পাঠাচ্ছে পুলিশ।

মঙ্গলবার সকালে রেড জোন ঘোষিত বিভিন্ন এলাকায় সরেজমিনে এসব চিত্র দেখা যায়।

তবে, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান খোলাসহ জরুরী পরিসেবায় নিয়োজিত ব্যক্তিদের চলাফেরার কারণে বিপুল সংখ্যক ব্যক্তিরা রেড জোন এলাকায় ঢুকে পড়ছে। এছাড়া ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকার কারণে সেবা গ্রহীতারাও ঢুকে পড়ছে।

মানিকগঞ্জ শহরের রফিক চত্তরের সামনের চেক পোষ্টে দায়িত্বরত মানিকগঞ্জ সদর থানা পুলিশের এক উপ-পরিদর্শক বলেন, করোনা সংক্রমণ এড়াতে জেলার অধিক ঝুঁকিপূর্ণ সাতটি এলাকা রেড জোন ঘোষনা করেন প্রশাসন। তবু মানুষ কারণে অকারণে নানা অজুহাতে বাইরে চলাচলের চেষ্টা করছে। অকারণে বাইরে বের হওয়া মানুষগুলোকে বুঝিয়ে আবার বাড়ি ফেরৎ পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

করোনা সংক্রমণে অধিক ঝুকিপূর্ণ বিবেচনায়  মানিকগঞ্জ সদর, সাটুরিয়া ও সিংগাইর উপজেলায় ৭টি এলাকাকে রেডজোন  ঘোষণাপূর্বক  একটি আদেশ জারি করা হয়েছে।

সোমবার রাত ৮ টা থেকে থেকে ৪ জুলাই পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে জানিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেন মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

Print Friendly, PDF & Email

Related Posts