আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নতুন করে আরও ৩০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৫৯ জনে।
বুধবার( ১৭ জুন) সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তের মধ্যে নাগরপুর ১, কালিহাতী ২, বাসাইল ৪, সদর ১০, মির্জাপুর ১৩।
সিভিল সার্জন জানায়, গত ১০ জুন জেলার বিভিন্ন উপজেলা থেকে ১০১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। পরে সোমবার(১৭ জুন) সকালে নমুনার ফলাফল আসে। এতে নতুন ২৯ জন আক্রান্ত হয়।এছাড়া জেলার বাইরে থেকে নমুনা দিয়ে আসা শনাক্ত একজনকে টাঙ্গাইলে অর্ন্তভুক্ত করা হয়।টাঙ্গাইলে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের এবং সুস্থ হয়েছেন ১২৭ জন।এখনও চিকিৎসাধীন রয়েছে ২২৬ জন।