এস.এম ইলিয়াস জাবেদ, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা। বুধবার (১৭ জুন) রাত আনুমানিক রাত সাড়ে ১১ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নিজকাটা সুইজ গেট সংলগ্ন দোকান দুইটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, আলাউদ্দিন ও আব্দুর রাজ্জাকের মুদি দোকান দুইটি পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষ টাকা।
আলাউদ্দিন ও আব্দুর রাজ্জাক জানান, বুধবার রাত দশটার সময় দোকান বন্ধ করে বাসায় যাই, কিছুক্ষণ পরে জানতে পারি অগ্নিকাণ্ডের খবর, এসে দেখি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
খরব পেয়ে কলাপাড়া ফায়ার সার্ভিস সদস্যরা অগ্নিকাণ্ডর স্থানে রাস্তার নির্মাণ কাজের কারণে যেতে পারেনি। স্থানীয়রা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও পারেনি, কারণ দুই দোকানে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি।
স্থানীয় সমাজসেবক নুরুল আমিন বাবুল জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যাই, স্থানীয়ভাবে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি, কিন্তুু এতে ব্যর্থ হই। বর্তমানে অগ্নিকাণ্ডে এ দুটি দোকানের মালিক নিঃস্ব হয়ে গেছে।
এ মুহূর্তে সরকারসহ সবাই তাদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। স্থানীয় হাসান পারভেজ বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা শুনে ঘটনাস্থলে যাই, কিন্তু গিয়ে দেখি অন্য অন্যরকম দৃশ্য। ওই দৃশ্য দেখে চোখে পানি ধরে রাখতে পারছিনা। সবাই হাউমাউ করে কাঁদছে, কি করবে দিশাহারা হয়ে পড়েছে ওই দোকানী। এ মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো জন্য সরকারি-বেসরকারি সকলের প্রতি অনুরোধ করছি।