বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চীনের সঙ্গে সোমবার রাতে লাদাখ সীমান্তে সংঘর্ষের কয়েকদিন পরেই ১০ জন ভারতীয় সেনা সহ দু’জন মেজরকে ছেড়ে দিয়েছে চীন।
পিটিআই সংবাদসংস্থা সূত্রের খবর, “তিনদিনের সমঝোতার পর দশজন সেনাসহ দু’জন মেজরকে ছেড়ে দিয়েছে চীন সেনা”, এই বিষয়ের সঙ্গে যুক্তরা এমন তথ্য দিয়েছেন।
রিপোর্ট অনুযায়ী, “ভারত এবং চীন সেনার মধ্যে মুক্তি দেওয়া নিয়ে মেজরস্তরের কথাবার্তায় একটি চুক্তি হয়েছে। গালওয়ান ভ্যালিকে স্বাভাবিক ছন্দে ফেরাতে তৃতীয়দিনের জন্য এই পর্যায়ে আলোচনা হয়েছে”।
সংক্ষেপ বিবৃতিতে সেনা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে লাদাখে ভারতের তরফে যে সেনারা ছিল তাঁরা শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছে, কেউ নিখোঁজ নয় সে বিষয়ে কথা হয়েছে”।
লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনার সীমান্ত সংঘর্ষের সময় আহত সেনাদের মধ্যে ১৮ জন লে হাসপাতালে ভর্তি রয়েছেন, বাকি ৫৬ জনের চিকিৎসা চলছে অন্যান্য হাসপাতালে।