১) প্রথমবার কালার করার আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।

২) না জেনে কালার করালে অনেক সময়ই সেনসিটিভ স্কাল্পের ক্ষেত্রে অনেক সমস্যা হয়।

৩) যে কোনও কালারের দিকে ঝাঁপাবেন না। স্কিন টোনের সঙ্গে মানানসই হেয়ার কালার করা উচিত।

৪) ওয়ার্ম স্কিন টোনের সঙ্গে হলুদ, কমলা, কপার বা ব্রিক কালার মানানসই। যাদের স্কিন টোন অপেক্ষাকৃত ডার্ক তাঁরা নীল, সবুজ, গোলাপি জাতীয় কালার করাতে পারেন।

৫) তবে শুধু কালার করেই ছেড়ে দেবেন না। কালার করালে অনেক বেশি করে চুলের পরিচর্চা করাটা জরুরি।