মেট্রো নিউজ : হেয়ার কালার করে বন্ধুদের এক্কেবারে তাক লাগিয়ে দিতে চান তো? পার্লারে গিয়ে হোক বা বাড়িতে বসেই নিজের স্কিন টোন আর হেয়ার টেস্কচার যাচাই করে তার পর সেই মতো কালার বেছে লাগিয়ে নিন। তবে, চটজলদি ঝলমলে চুলের অধিকারী হতে গিয়ে অজান্তে নিজের ক্ষতি করে ফেলবেন না যেন!
মাথায় রাখুন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য।।
১) প্রথমবার কালার করার আগে অবশ্যই কোনও বিশেষজ্ঞের পরামর্শ নিন।
২) না জেনে কালার করালে অনেক সময়ই সেনসিটিভ স্কাল্পের ক্ষেত্রে অনেক সমস্যা হয়।
৩) যে কোনও কালারের দিকে ঝাঁপাবেন না। স্কিন টোনের সঙ্গে মানানসই হেয়ার কালার করা উচিত।
৪) ওয়ার্ম স্কিন টোনের সঙ্গে হলুদ, কমলা, কপার বা ব্রিক কালার মানানসই। যাদের স্কিন টোন অপেক্ষাকৃত ডার্ক তাঁরা নীল, সবুজ, গোলাপি জাতীয় কালার করাতে পারেন।
৫) তবে শুধু কালার করেই ছেড়ে দেবেন না। কালার করালে অনেক বেশি করে চুলের পরিচর্চা করাটা জরুরি।