বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ শুক্রবার (১৯ জুন) বিকাল চারটায় রাজধানীর মিরপুরে এ এম জেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কোষাধ্যক্ষ শ্রমিক নেতা হাজি মোহাম্মদ আমানুল্লাহ (৬৮)।
তাকে ঢাকার গাবতলীতে পারিবারিক কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়েছে।
শ্রমিক নেতা হাজি আমানুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান ও শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
বিবৃতিতে তারা বলেন, এমন একজন প্রবীণ শ্রমিক নেতার মৃত্যু একটি জাতীয় শ্রমিক সংগঠনের অপূরণীয় ক্ষতি। তারা তার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করেন।
সূত্র: নির্মল চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক।