লালমোহনে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

রিপন শান: ভোলার লালমোহন পৌরশহরের উত্তর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৯ জুন শুক্রবার রাত পৌনে দশটার দিকে উত্তর বাজারে কাঠ বাজার ও কসাই পট্টি রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
রাতের বেলা হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে মানুষ চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের দাবানল ছড়িয়ে পড়তে শুরু। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে লালমোহন উপজেলা ও থানা প্রশাসন, ফায়ার সার্ভিস দ্রুত ছুটে আসে। সেই সাথে শত শত মানুষ ছুটে আসে আগুন নেভানোর জন্য। এদিকে পার্শ্ববর্তী উপজেলা থেকেও ফায়ার সার্ভিস আসে।
অগ্নিকান্ডে চা দোকান, পোল্ট্রি দোকান, কাঁচা মালের আড়ৎ, কুমাইরার দোকান, ফার্মেসি, গোস্তের দোকানসহ ১০/১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকার ওপর ক্ষতি হয়। আগুনের উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি । ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ।
এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় ভারী হয়ে ওঠে লালমোহনের উত্তর বাজার।
এদিকে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।
Print Friendly, PDF & Email

Related Posts