দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ছাড়ালো

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৫৪৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪১২ জন মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ১৯৮ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৮০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭ হাজার ৬৪৫ জন।

তিনি বলেন, ‘সারা দেশে নতুন করে ১৭ হাজার ৫৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। ৬৫টি ল্যাবে ১৬ হাজার ২৯২ নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৪৪ হাজার ১১টি নমুনা।’

তিনি জানান, নিহতদের মধ্যে ৩৮ জন পুরুষ, পাঁচজন নারী। ১৬ জন ঢাকা বিভাগের, ১৫ জন চট্টগ্রামের, রাজশাহীর ছয়জন, খুলনায় ও ময়মনসিংহে দুইজন করে, বরিশাল  ও সিলেটে একজন করে মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নিহতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন,  ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন,  ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৮ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১০ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচজন ও৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুইজন রয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts