বিডি মেট্রোনিউজ, সিলেট॥ দেশব্যাপি আলোচিত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে ফুসে উঠেছে সারা বাংলাদেশ। জানা যায়, গত ২০ মার্চ রাতে সোহাগী জাহান তনুকে তার বাসার অদূরে সেনানিবাসের পাওয়ার হাউসের রোডের পাশে একটি জঙ্গলে ফেলে যায়। কিন্তু ১০দিনেরও বেশি সময় অতিবাহিত হবার পরও খুনীরা কেউ গ্রেফতার না হওয়ায় সারাদেশের মানুষ হতাশ ও ক্ষুব্ধ।
প্রতিদিন সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে কোথাও না কোথাও মানব বন্দন, বিক্ষোভ মিছিল কিংবা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩০ মার্চ তনু হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বাংলাদেশ উইমেন্স চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি সিলেট বিভাগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে উপস্থিত ছিলেন, ইডঈঈ এর সিলেট বিভাগীয় প্রধান মিনারা বেগম এবং অন্যান্য সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদা আলম, জ্যোথিকা বীথি, শান্তা কামালী, নূা নাহার বেবী, শাহানা বেগম প্রমুখ।
তারা দ্রুত তনু হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।
শিউল মনজুর