বিহারের জমশেদপুরে জন্ম নেয়া প্রত্যুষা মুম্বাইয়ের কান্দিভালিতে একটি বাসা নিয়ে থাকতেন, সেখানেই ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাকে। প্রত্যুষাকে তৎক্ষণাৎ কোকিলাবেন আম্বানি হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
২০১০ সালে ‘বালিকা বধু’ সিরিয়ালের আনন্দ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পান প্রত্যুষা। এরপর সেলিব্রিটি ড্যান্স শো ‘ঝালাক দিখলা জা’, রিয়েলিটি শো ‘বিগ বস’- এ অংশ নেন। এরপর সনি টিভির ‘হাম হ্যায় না’ সিরিয়ালে কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেন। সবশেষ কালার্স টিভির ‘সাসুরাল সিমার কা’ সিরিয়ালে তাকে দেখা যায়।