চরফ্যাশনে নির্বাচনে জয়ী প্রার্থীদের টাকার মালার উৎসব

জাফর আহমদ নোমান, ভোলা ইউপি নির্বাচনে দ্বিতীয়  ধাপের  পর ভোলার চরফ্যাশনের গ্রামে গ্রামে চলছে নির্বাচনে জয়ী প্রার্থীদের টাকার মালার উৎসব।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে গ্রাম থেকে গ্রামে নতুন নির্বাচিত মেম্বাররা  তাদের সমর্থকদের নিয়ে  ঢোল, সানাই, মাইক এবং মটর সাইকেল বহর সহ নানান ধরনের শ্লোগান দিয়ে  আনন্দ উৎসবের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে জনগনের কাছ থেকে টাকার মালা নিচ্ছেন।

জানা গেছে, গত শনিবার  বাড়ি বাড়ি গিয়ে জনগনের কাছ থেকে ওচমানগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুন মেম্বার কালাম মাতাব্বর  প্রায় দুই লাখ  আর ৪নং ওয়ার্ডের রুহুল আমীন মোল্লা পেয়েছেন প্রায় এক লাখ টাকার টাকার মালা।

গত ৩১ মার্চ বৃহস্পতিবার ইউপি নির্বাচনের দ্বিতীয় ধাপে সারা দেশের ন্যায়  চরফ্যাশনের ওচমানগঞ্জ, আবুবকরপুর, আব্দুল্লাহপুর, রসুলপুর এবং চরমাইনকা ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নৌকা মার্কা প্রার্থীদের জয় আসে।

জনগনের সাথে কথা বলে জানা যায়, প্রথম ও দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে চরফ্যাশনের বিভিন্ন  ইউনিয়নে নির্বাচনে জয় পাওয়া চেয়ারম্যানদের  নিয়ে জনগনের মাঝে তেমন কোন আনন্দ উৎসব নেই। যেমনটি ছিলনা নির্বাচনের আগেও।

তবে চরফ্যাশনের ওচমানগঞ্জ  সহ কয়েকটি ইউনিয়নে  নির্বাচিত নতুন মেম্বারদের ঘিরে জনগনের মাঝে উৎসাহ উদ্দিপনা ল্ক্ষ্য করা গেছে।

ভোটাররা জানান, এবারের ইউপি নির্বাচনে তারা নিজেদের পছন্দের চেয়ারম্যান প্রার্থীদের ভোট দিতে পারেননি।

Print Friendly, PDF & Email

Related Posts