সানিকে বিপদে ফেললেন বিগবসের সেই পূজা (ভিডিও)

বিডি মেট্রোনিউজ ডেস্ক নতুন বিপদে সানি লিওন। ‍এমনিতেই ঝামেলার শেষ নেই। জনপ্রিয় হওয়ার জ্বালাটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন সানি। সেই ঝামেলায় আরও একটু মশলা মেশালেন পূজা মিশ্র। বিগ বস থেকে খ্যাতি পাওয়া এই মডেল সানি লিওনের বিরুদ্ধে মানহানির মামলা করলেন। তাও আবার ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করে।

বিগ বসের যে সিজন থেকে সানি লিওন ভারতে খ্যাতির চূড়ায় ওঠা শুরু করে বলিউডে জায়গা পেলেন, পূজা ছিলেন সেই সিজনের প্রতিযোগী।

পূজার অভিযোগ, সানি লিওন নাকি এক সাক্ষাত্‍কারে তার সম্মানহানি করেছেন। সানির এই সাক্ষাত্‍কারের জন্য নাকি তাঁর এতটাই ক্ষতি হয় যে ৭০ লক্ষ টাকা ব্যাঙ্ক ডিপোজিট খরচ করতে হয়।

পূজা অবশ্য বিতর্কের সিঁড়ি ব্যবহার করে খবরে এসেছেন এর আগেও। পূজা বলেছিলেন, সোনাক্ষি সিনহা আর তার মা তাকে খুনের চক্রান্ত করেছিলেন।

https://www.youtube.com/watch?v=SdQ3Drou5qU

Print Friendly, PDF & Email

Related Posts