সাপে ভয় পায় না শিশুরা

মেট্রো নিউজ : আপনি কি সাপ ভয় পান? ছোটবেলায় সাপে ভয় পেতেন আপনি? কারণ ভার্জিনিয়া ইউনিভার্সিটির এক দল কিন্তু বলছেন বাচ্চারা মোটেও সাপে ভয় পায় না। আর মাকড়শা তো তাদের বেশ প্রিয়! মানে আপনি যদি একটা ঘরে সাপ আর মাকড়শার সঙ্গে আপনার বাচ্চারে ছেড়ে দেন তাহলে সে ভয় তো পাবেই না, বরং কিছু ক্ষণ পর তাদের সঙ্গে খেলতে শুরু করে দেবে।গবেষকরা কিন্তু এর প্রমাণও দিয়েছেন।

ভয় নিয়ে যাঁরা গবেষণা করেন তেমন এক দল মার্কিন গবেষক জানাচ্ছেন সাপের ভয়ই নাকি বিশ্বে সব থেকে বেশি মানুষের মধ্যে দেখা যায়। গবেষকরা জানাচ্ছেন সমস্যটা আসলে সাপে নয়, সমস্যাটা রয়েছে ভয়ে। যেহেতু কিছু কিছু সাপ বিষাক্ত তাই সাপ প্রজাতির বিষয়ে আমাদের মননেই ঢুকে গিয়েছে ভয়। কিন্তু ১১ মাসের শিশুদের সাপের ছবি দেখিয়ে গবেষকরা দেখেছন তাদের মধ্যে ভয়ের কোনও অনুভূতি জাগে না।  এর পর হাতি ও সাপের ভিডিও দেখানো হয়েছে শিশুদের। দেখা গিয়েছে দুটো ক্ষেত্রেই শিশুরা উল্লসিত হয়েছে। কিন্তু এই শিশুদেরই যখন কোনও ভয়ের ভিডিও দেখানো হয়েছে তারা ভয়ে কেঁদে উঠেছে।

 এই সমীক্ষার মুখ্য গবেষক দে লোচে জানাচ্ছেন, শিশুদের মনে সাপ সংক্রান্ত কোনও ভয় থাকে না। বরং মানব শিশু ও বানর শিশুরা অন্যান্য জন্তুর থেকে সাপের ব্যাপারে অনেক বেশি আগ্রহী। এক সঙ্গে অনেক পশুর ছবির মধ্যে থেকেও সাপের ছবিই সব থেকে আগে তাদের দৃষ্টি আকর্ষণ করে।
Print Friendly, PDF & Email

Related Posts