রোববার থেকে ৩০ টাকা করে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাজারে পেঁয়াজের দাম বাড়ছেই। দেড় মাসের মধ্যে ২৫ টাকার দেশী পেঁয়াজ ৬০ টাকা মূল্যে দাঁড়িয়েছে। ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এ অবস্থায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) শুধু পেঁয়াজই নয় ন্যায্যমূল্যে বিক্রি করবে তেল, চিনি ও ডাল।

রাজধানীর কতগুলো স্থানে ট্রাক সেল শুরু করবে তা জানা যায়নি। এক ব্যবসায়ী বলেন, আমাদের অর্ডার দেয়া হয়েছে ট্রাক সেল শুরু করতে। ১৩ সেপ্টেম্বর থেকে এসব পন্য বিক্রি শুরু করবো।

সূত্র জানায়, দেশী না ইন্ডিয়ান পেঁয়াজ বিক্রি করা হবে তা আমরা জানি না। বৃহস্পতিবার রাতে বা শুক্রবার পেঁয়াজ গুদামে আসবে তারপর বলতে পারবো। বাজারের চাইতে অনেক কমেই বিক্রি হবে এসব পেঁয়াজ।

এর আগেও টিসিবি ট্রাক সেল করেছিলো। যখন পেঁয়াজের মূল্য দাঁড়িয়েছিলো ২৫০ টাকা কেজি।

Print Friendly, PDF & Email

Related Posts