বরিশালে অস্ত্রসহ ছাত্রলীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার

থান মাইনউদ্দিন, বরিশাল  স্থানীয় দৈনিক বরিশালের আজকাল পত্রিকার প্রধান সম্পাদক, ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাত (৩০) ও তার সহকারী জোবায়ের আলমকে (২৯) আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ সদস্যরা। নাহিদ সেরনিয়াবাত বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মেয়াদহীন অস্থায়ী ছাত্র কর্মপরিষদের সাধারণ সম্পাদক (জিএস)।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাত দেড়টায় রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

র‌্যাব-১০ এর অধিনায়ক জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বরিশালে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এ কারণে তারা ঢাকায় আত্মগোপন করে ছিলেন।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে একটি অটোরিকশায় (রেজি নম্বর ঢাকা মেট্রো থ-১২-৭৯৭৫) করে গুলিস্তানের দিকে যাওয়ার সময় যাত্রাবাড়ীর গোলাপবাগ মোড়ে তাদের গতিরোধ করা হয়। র‌্যাবের একটি টহল দল অটোরিকশা তল্লাশি করলে নাহিদের কাছে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও ম্যাগজিন পাওয়া যায়।

র‌্যাব আরও জানায়, আসামিরা বরিশাল এলাকায় টেন্ডারবাজিসহ, বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। তাদের বিরুদ্ধে ১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-এ ধারায় মামলা দায়েরের পর সংশিষ্ট থানায় পাঠানো হয়েছে।

বরিশালের পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে টেন্ডারবাজিসহ একাধিক সন্ত্রাসী কর্মের অভিযোগ রয়েছে। গত ২৪ মার্চ নাহিদ সেরনিয়াবাত তার ক্যাডারবাহিনীসহ বরিশাল এলজিইডি কার্যালয়ে মেহেন্দীগঞ্জের ভিপি সেলিম ও তার সহযোগিকে শর্টগানের বাট দিয়ে মাথা থেতলে ১ কোটি ৬৮ লাখ টাকা ছিনতাই করেন। এছাড়াও, জমি দখল, টাকা আত্মসাৎ ও বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে নথুলাবাদ মাইক্রোবাস স্ট্যান্ডসহ অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান হতে নিয়মিত চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়।

Print Friendly, PDF & Email

Related Posts